ক্রিকেটের বিভিন্ন ক্যাটাগরিতে পাকিস্তানের বর্ষসেরা হলেন যারা

|

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন এই ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। আর টি-টোয়েন্টিতে বর্ষসেরার খেতাব জিতেছেন দলটির উইকেটকিপার-ব্যাটার ও ওপেনার মোহাম্মদ রিজওয়ান। নারী ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা হয়েছেন নিদা দার।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ৮টি ক্যাটাগরিতে বছরের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টিতে সেরার খেতাব জিতে নেয়া রিজওয়ান মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দি ইয়ারও হয়েছেন। এছাড়া এ বছর ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অব দি ইয়ার খেতাব জিতেছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। আর টেস্টে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার হাসান আলি।

বিভিন্ন ক্যাটাগরিতে পাকিস্তানের বর্ষসেরারা

ওয়ানডে ক্রিকেটার অব দি ইয়ার– বাবর আজম।
টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার– হাসান আলী।
টি-টোয়েন্টি ক্রিকেটার অব দি ইয়ার– মোহাম্মদ রিজওয়ান।
উইমেনস ক্রিকেটার অব দি ইয়ার– নিদা দার।
ডমেস্টিক ক্রিকেটার অব দি ইয়ার– শাহিবজাদা ফারহান।
মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দি ইয়ার– মোহাম্মদ রিজওয়ান।
আম্পায়ার অব দি ইয়ার– আসিফ ইয়াকুব।
স্পিরিট অব ক্রিকেট– বিশ্বকাপে নামিবিয়ার ড্রেসিংরুমে গিয়ে পাকিস্তানের অভিবাদন।
ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অব দি ইয়ার– শাহীন শাহ আফ্রিদি।
ইমার্জিং ক্রিকেটার অব দি ইয়ার– মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply