আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করলো ভারত

|

ছবি: সংগৃহীত।

ভারতে অবতরণ করা আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন বিধিমালা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন বিধি অনুসারে, সব যাত্রীদের জন্য ৭ দিনের হোম কোয়ারেন্টিন ও অষ্টম দিনে করোনাভাইরাসের পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই বিধিমালা মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে। করোনার উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সব যাত্রীদের সাত দিনে হোম আইসোলেশনে থাকার পর অষ্টম দিনে আরটি-পিসিআর টেস্ট করা হবে। ফল পজেটিভ হলে আক্রান্তকে আইসোলেশন কেন্দ্রে রাখা হবে। সেখান থেকে তাদের নমুনা জিনোম পরীক্ষার জন্য পাঠানো হবে। ফ্লাইটে যাত্রীর কাছাকাছি বা কেবিনে থাকা সহযাত্রীদের সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। তাদের পরীক্ষার ফল নেগেটিভ আসলে পরের সাতদিন নিজ উদ্যোগে পর্যবেক্ষণে থাকতে হবে।

আরও পড়ুন: ‘মাই নেম ইজ কোভিড অ্যান্ড আই অ্যাম নট এ ভাইরাস’

ঝুঁকিপূর্ণ তালিকায় না থাকা দেশগুলো থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের দুই শতাংশকে অবতরণের সময় পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (৭ জানুয়ারি) ভারতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত বেড়েছে ২৮ শতাংশ। এক সপ্তাহের ব্যবধানে ১০ হাজার লাখ ছাড়িয়েছে শনাক্ত।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply