৭৬৭ ভোট পেয়ে জামানত হারালেন নৌকা প্রার্থী

|

জামানত বাজেয়াপ্ত হওয়া নৌকার প্রার্থী আজহার আলী সরকার।

পাবনা প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত বনওয়ারী নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন আজহার আলী সরকার। এই নির্বাচনে ৭৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি। আজহার আলী ৭ প্রার্থীর মধ্যে চতুর্থ হয়েছেন।

বনওয়ারী নগর ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৩৯। মোট বৈধ ভোট পড়েছে ৮ হাজার ৪১৮টি। ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান মো. আজাহার আলী সরকার। তার বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। তিনি নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকেই দলের অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নেন।

নৌকা প্রতীকের প্রার্থী আজাহার আলী সরকার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। ফলে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা জিয়াউর রহমান ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২ হাজার ৯৫২ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৭২৪ ভোট পেয়েছেন। তাদের ভোট ব্যাবধান ২২৮টি। ৭ জনের মধ্যে নৌকা প্রার্থী আজহার আলী সহ আরও দু’জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply