মেসিদের একাডেমির সাবেক কোচের অধীনে খেলবে বাংলাদেশ ফুটবল দল

|

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হবেন এ নিয়ে শেষ কয়েক মাস ধরেই চলছিল গুঞ্জন। সেই গুঞ্জনের পরিসমাপ্তি হলো শনিবার (৮ জানুয়ারি)। এদিন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির এক বৈঠকে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে এক বছরের জন্য নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একাডেমির সাবেক এই কোচ দায়িত্ব পালন করেছেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। এছাড়া দুই বছরের অধিক সময় ধরে তিনি লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদেও কাজ করেছেন। মেসি, জাভি, ইনিয়েস্তা ও পিকের মতো খেলোয়াড়রা উঠে এসেছিলেন বার্সেলোনার যুব একাডেমি থেকে।

আরও পড়ুন: বাংলাদেশের কাছে হারে বিশ্ব ক্রিকেটের লাভ দেখছেন বিদায়ী রস টেলর

গত বছরটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে ড্র ছাড়া হেরেছে ভারত ও ওমানের বিপক্ষে। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ এবং শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে কাপে ভালো অবস্থানে থেকেও ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, আগামী ২৪ ও ২৮ জানুয়ারি ইন্দোনেশিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply