নিষেধাজ্ঞা থেকে মুক্তির পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন গুনাথিলাকা

|

ছবি: সংগৃহীত।

মাত্র ৩০ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার দানুশকা গুনাথিলাকা। সীমিত ওভারের ক্রিকেটে মনযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। এর আগে, ইংল্যান্ড সফরে গিয়ে বায়োবাবল ভঙ্গের দায়ে ১ বছর নিষিদ্ধ হয়েছিলেন গুনাথিলাকা। ছয় মাসের সাজা মওকুফ হওয়ায় শুক্রবার সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে বেশ সফল গুনাথিলাকা। লঙ্কানদের হয়ে ৪৪ ওয়ানডেতে করেছেন ১ হাজার ৫২০ রান। এছাড়া টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচ খেলে ৫৬৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। টেস্টে খেলেছেন মাত্র ৮ ম্যাচ। যেখানে ১৮.৬৯ গড়ে করেছেন ২৯৯ রান। ব্যাটিংয়ের পাশাপাশি টুকটাক হাতও ঘোরাতেন গুনাথিলাকা। টেস্টে সংগ্রহ মাত্র ১ উইকেট হলেও ওয়ানডেতে ৮টি ও টি-টোয়েন্টিতে ৬টি উইকেট আছে এই তারকার।

আরও পড়ুুুন: মেসিদের একাডেমির সাবেক কোচের অধীনে খেলবে বাংলাদেশ ফুটবল দল

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply