কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ৫৭ ভরি ওজনের ৪ টি স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি কক্সবাজার গোলদিঘির পাড় এলাকার রনজিত দের ছেলে রাসেল দে (২৭)।
শুক্রবার (৭ জানুয়ারি) মেরিন ড্রাইভে রেজু চেকপোস্টে স্বর্ণের বারসহ রাসেলকে আটক করা হয়।
বিজিবি ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির শনিবার (৭ জানুয়ারি) সন্ধায় জানান,
শুক্রবার মেরিন ড্রাইভে রেজু চেকপোস্টের নিয়মিত টহল দলের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে চেকপোস্টে একটি সিএনজিকে থামিয়ে তল্লাশীকালে চোরাকারবারী রাসেল দের আচরণবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশী করে ৫৭ ভরির ২৪ ক্যারেটের ৪টি স্বর্ণের বার উদ্ধার করে।
স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় আসামি রাসেলকে রামু থানায় সোপর্দ করা এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন-‘বঙ্গবন্ধু ও স্বাধীনতাবিরোধী কাউকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না’
এনবি/
Leave a reply