প্রথমবারের মতো ইরান গেলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রথমবারের মতো প্রতিবেশি দেশ ইরান সফর করছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান।

শনিবার (৮ জানুয়ারি) তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী তেহরান পৌঁছান। আফগানিস্তান ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ট্রানজিট এবং শরণার্থী ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

ইরানের সাথে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রায় ৯০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। আফগানিস্তান থেকে ১০ লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছেন ইরানে। ভবিষ্যতে আরও শরণার্থী আশ্রয় দিতে হবে এমন আশঙ্কা থেকে ইরান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুন: ৫১ মার্কিন সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো তেহরান

এদিকে,বিশ্বের অন্য সব দেশের মতো আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ইরানও। স্বীকৃতি পেতে ইরানের শর্ত, গঠন করতে হবে অন্তর্ভুক্তিমূলক সরকার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply