মধ্যরাতে টাইগ্রেতে শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত ৫৬

|

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার টাইগ্রেতে সরকারি বাহিনীর বিমান অভিযানে প্রাণ গেছে ৫৬ জনের। আহত শিশুসহ ৩০ জন। বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা নিশ্চিত করেছে এ তথ্য।

সংস্থাগুলো জানায়, মধ্যরাতে ইরিত্রিয়া সীমান্তবর্তী এলাকার একটি শরণার্থী শিবিরে চালানো হয় বিমান হামলা। ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিদ্রোহীদের সাথে দ্বন্দ্বের জেরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায়, অ্যাবি আহমেদ সরকারের সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো। এ বিষয়ে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে বরাবরই বেসামরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে সরকারি বাহিনী। ইথিওপিয়ার কেন্দ্রীয় প্রশাসনের সাথে বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফ-এর লড়াইয়ে মৃত্যু হয়েছে কয়েক হাজার বেসামরিক নাগরিকের। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply