বিশ্বব্যাপী এখনো তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী ভাইরাস করোনা। প্রতিনিয়ত ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মৃতের তালিকাটাও দিন দিন লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের মতো মানুষ। যা আগের দিনের তুলনায় দুই হাজারের মতো কম। এ নিয়ে বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা ৫৫ লাখ ছাড়াল। এ পর্যন্ত প্রায় ৩০ কোটি ৫৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ২২ লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। শনিবার দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল রাশিয়া। এ দিন ৭৯৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সংক্রমণের হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। একদিনে ৪ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন কোভিড পজেটিভ হিসেবে। মৃত্যু হয়েছে ৬৬৯ জনের।
সংক্রমণে পরের অবস্থানে ফ্রান্স। দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা ৩ লাখের ওপর। করোনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত ইউরোপের অন্যান্য দেশও। ইতালিতে ২ লাখের কাছাকাছি আর যুক্তরাজ্যে প্রায় দেড় লাখ মানুষ সংক্রমিত শনাক্ত হয়েছে একদিনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৪১ জন, পোল্যান্ডে ২৯২ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৯ জন, ফিলিপাইনে ২৬৫ জন এবং ভিয়েতনামে ২৪০ জন মারা গেছেন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত ছেলেকে গাড়ির ব্যাকডালায় রাখলেন মা
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
Leave a reply