বরখাস্ত ডিআইজি পার্থ গোপালের বিরুদ্ধে মামলার রায় আজ

|

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অর্থপাচার আইনে দুদকের করা মামলার রায় ঘোষণা আজ।

রোববার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ ৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে রায় ঘোষণা করবেন। গেলো বছরের ২৭ ডিসেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করেন বিচারক। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ২০১৯ সালের ২৯ জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে দুদক একই বছরের ২৩ আগস্ট পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এরপরই আটক করা হয় তাকে।

রায়ে পার্থ গোপালের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন দুদকের আইনজীবী। অন্যদিকে আসামির আইনজীবীর প্রত্যাশা, আইনগতভাবেই খালাস পাবেন পার্থ গোপাল।

অভিযানের সময় পার্থর বাসা থেকে টাকাভর্তি ব্যাগ ফেলে দেওয়া হয় পাশের বাসার ছাদে। প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply