টেস্টে খারাপ বল করার জন্য অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্নকে ২ লাখ ৭৬ হাজার ডলারের প্রস্তাব দেয়া হয়েছিল। পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিকের বিপক্ষে এমন অভিযোগই করেছেন সাবেক এই অজি ক্রিকেটার।
অভিযোগে বলা হয়, ১৯৯৪ সালে করাচি টেস্টে খেলা চলাকালীন সময়ে এই প্রস্তাব দেন সেলিম। ম্যাচটি পাকিস্তানের কাছে ১ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া।
ফিক্সিংয়ের অভিযোগে ২০০০ সালে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে। এদিকে সেলিম মালিকের এমন প্রস্তাব দলের অধিনায়ক মার্ক টেলর ও কোচ সিম্পসনকে জানিয়েছিলেন বলে দাবী করেন কিংবদন্তি এই লেগ স্পিনার।
ওয়ার্ন টেস্টে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ১৪৫ ম্যাচে তার সংগ্রহ ৭০৮ উইকেট। আর পাকিস্তানের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলে সেলিম মালিকের রান ৫৭৬৮। ওয়ানডেতে ২৮৩ ম্যাচ খেলে তার রান ৭১৭০।
আরও পড়ুন: পাকিস্তান লিগে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা
জেডআই/
Leave a reply