১০ জন ক্রুসহ আরব সাগরে ভারতের জলসীমার ১১ কিলোমিটার ভেতরে প্রবেশ করে পাকিস্তানের একটি নৌকা। শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাতে গুজরাটের সমুদ্রে অভিযান পরিচালনা করার সময় নৌকাটি আটক করে ভারতীয় কোস্ট গার্ড (আইসিজি)। খবর এনডিটিভির।
বিষয়টি নিশ্চিত করেন ভারতের নিরাপত্তা রক্ষা বাহিনীর একজন মুখপাত্র। গুজরাটের নিরাপত্তা রক্ষা বাহিনীর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, আটককৃত নৌকাটির নাম ‘ইয়াসিন’।
টুইটারে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাতে গুজরাটের জলসীমায় অভিযান পরিচালনা করে ১০ জন ক্রুসহ নৌকাটিকে আটক করা হয়। বর্তমানে তদন্তের জন্য এটিকে রাজ্যের পোরবন্দরে নিয়ে আসা হয়েছে।
এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গুজরাটে ১২ জন ক্রুসহ আরও একটি পাকিস্তানি নৌকা আটক করে ভারতের কোস্টগার্ড। মাদক বা চোরাচালান নিয়ে এই ধরনের নৌকা পাকিস্তান থেকে ভারতে প্রবেশের ঘটনা সম্প্রতি বেড়েই চলেছে। ভারতের কোস্ট গার্ড এ নিয়ে সর্বদা সতর্ক আছে বলে জানানো হয়েছে।
এসজেড/
Leave a reply