দেশে এক সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্ত বেড়েছে ১১৫ শতাংশ

|

প্রতীকী ছবি।

গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় দেশে করোনা শনাক্ত বেড়েছে ১১৫ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম নিয়মিত ব্রিফিংয়ে রোববার (৯ জানুয়ারি) এই তথ্য জানান। ব্রিফিংয়ে জানানো হয়, মৃত্যুহারও ১৫ শতাংশের বেশি।

নাজমুল ইসলাম আরও বলেন, গত এক মাসের পরিসংখ্যানের দিকে তাকালে একটি ঊর্ধ্বমুখী চিত্র চোখে পড়ে। সারা বিশ্বে করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে যাচ্ছে। ইউরোপে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। আর মারা গেছেন ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ১০২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯৮০টি। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply