ইয়েমেনের হুথি যোদ্ধাদের হাজার হাজার অস্ত্র পাচার করেছে ইরান!

|

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর কাছে হাজার হাজার অস্ত্র পাচার করছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ওয়াল স্ট্রিটের খবরে বলা হয়, কিছুদিন আগেই আরব সাগরে অস্ত্রবোঝাই একটি জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যা ইরানের একটি বন্দর থেকে এসেছে। তার মানে ইরানই হুথি যোদ্ধাদের অস্ত্রের যোগানদাতা।

খবরে আরও বলা হয়, যেসব জাহাজে করে ইয়েমেনে অস্ত্র পাচার হচ্ছিল সেগুলো রাশিয়া, চীন এবং ইরানে তৈরি। এসব জাহাজে করে রকেট লঞ্চার, বন্দুক এমনকি স্নাইপার রাইফেলের মতো অস্ত্র পাচার করা হয়েছে। অস্ত্র পরিবহণের কাজে জড়িত জাহাজ ইরানের জাস্ক বন্দর থেকে রওনা দিয়েছে। জাহাজের ক্রু সদস্য এবং জাহাজ থেকে প্রাপ্ত ডাটা থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনা অস্বীকার করছে ইরান।

২০১৪ সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেনে। সৌদি সমর্থিত সরকার জোট ও ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের যুদ্ধে এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিহত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার মানুষ। ২০১৫ সালে জাতিসংঘ হুথি বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply