অভিষেকেই ব্রুকসের নৈপুণ্যে উইন্ডিজের জয়

|

অভিষেকেই জ্বলে উঠলেন সামার ব্রুকস। ছবি: সংগৃহীত

অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন উইন্ডিজ ব্যাটার সামার ব্রুকস। তার সাবলীল ব্যাটিংয়ে ভর করে আয়ারল্যান্ডকে ২৪ রানে হারিয়েছে ক্যারিবিয়রা।

টস জিতে উইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ওয়ানডে অভিষেকেই সামার ব্রুকস খেলেন ৮৯ বলের ৯৩ রানের একটি ঝলমলে ইনিংস। ৩৩ বছর বয়সটাকে ফ্রেমে বন্দি করে ২২ গজে দ্যুতি ছড়ান এই ক্যারিবিয়ান। সেই সাথে উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ডের সাথে ব্রুকস গড়েন ১৩৬ বলে ১৫৫ রানের জুটি। আর এতেই ২৬৯ রানের বড় পুঁজি গড়ে ক্যারিবিয়রা।

আরও পড়ুন: লিটনের ক্যাচ মিস, ১ বলে ৭ রান দিলো বাংলাদেশ (ভিডিও)

জবাবে ব্যাট করতে নেমে অ্যান্ডি বালবার্নির ৯৪ বলে ৭১ এবং হ্যারি টেক্টরের ৬৮ বলে ৫৩ রানের ইনিংসে এক পর্যায়ে ৩৬ ওভারে ১ উইকেটে ১৬৫ রানে পৌঁছে যায় আইরিশরা। তারপর আলজারি জোসেফ, রোমারিও শেফার্ডদের দারুণ বোলিংয়ে মড়ক লাগে আয়ারল্যান্ডের ইনিংসে। অবশেষে ৪৯.১ ওভারে ২৪৫ রানেই থামে আইরিশ ইনিংসের চাকা। উইন্ডিজ পায় ২৪ রানের জয়। ম্যাচ সেরা হন সামার ব্রুকস।

আরও পড়ুন: সেলিম মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ওয়ার্ন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply