উসকানির মাধ্যমে তুরস্কের ধৈর্যের পরীক্ষা না নেওয়ার জন্য গ্রিসকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শনিবার (৮ জানুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সাথে আলাপকালে আকর বলেন, তুরস্ক ন্যাটোর সদস্য গ্রিসসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো ঝামেলা রাখতে চায়না। এজিয়ান অঞ্চলকে তারা ‘বন্ধুত্বের সমুদ্রে’ রূপান্তর করতে চায়। কিন্তু তুরস্কের পাশের একটি দ্বীপ নিয়ে গ্রিস উসকানিমূলক কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ করেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী।
আকর আরও বলেন, আমাদের পরীক্ষা করার মতো দুঃসাহসিক কাজ গ্রিসের করা উচিত হবে না। আমি আশা করব তারা এই ভুল করবে না।
আরও পড়ুন: লেখাপড়া ছেড়ে নেশায় আসক্ত ৭ম শ্রেণির ছাত্র, শিকল দিয়ে বেঁধে রাখল বাবা
উল্লেখ্য, ভূমধ্যসাগরে খনিজ অনুসন্ধানে নিজেদের আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ চলে আসছে।
জেডআই/
Leave a reply