রেল লাইনের ওপর হঠাৎ আছড়ে পড়লো একটি বিমান। এর মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই দ্রুতগতিতে ট্রেন এসে দুমড়ে মুচড়ে দিলো বিমানটিকে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের পাইলট। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে।
সংবাদ সংস্থা রয়টার্স বলছে, রোববার (৯ জানুয়ারি) রেললাইনে আছড়ে পড়া বিমানটি ছিল একটি প্রশিক্ষণ বিমান। সেটি রেললাইনে এসে পড়তেই বিষয়টি নজরে আসে লুইস জিমেনেজ নামে এক সুরকারের। তিনি কাছেই একটি মিউজিক ভিডিও তৈরি কাজ করছিলেন।
পুলিশ জানায়, বিমানটি সেখানে পড়তেই চিৎকার দেন লুইস। এতে নিকটে থাকা পুলিশ সদস্যরা বিমানের ভেতর আটকে পড়া গুরুতর আহত পাইলটকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন। এর ১০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে রেল লাইন দিয়ে ছুটে যায় দ্রুতগামী ট্রেন। ট্রেনের ধাক্কায় সেখানেই দুমড়ে মুচড়ে যায় বিমানটি।
এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাথে সাথেই ভাইরাল হয় ভিডিওটি।
এসজেড/
Leave a reply