সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোজিচকে গ্রেফতার করেছে মেলবোর্ন পুলিশ। নোভাকের গ্রেফতার হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে তার পরিবার।
সোমবার (১০ জানুয়ারি) জোকোভিচের বাবা সার্দিয়ান জোকোভিচ সার্বিয়ান সাংবাদিক পাভলোভিচ ম্যাকাতিরকে জানান, অস্ট্রেলিয়া সরকার জোরপূর্বক আমার ছেলেকে গ্রেফতার করেছে, ওরা যদি ৩০ মিনিটের মধ্যে আমার ছেলেকে মুক্তি না দেয় তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো।।
তার এ মন্তব্যের পরপরই একটি টুইট করেন পাভলোভিচ যা -তে তিনি লিখেছেন, ব্রেকিং…. জোকোভিচের বাবা একটু আগে আমাকে জানালেন যে ওরা (অস্ট্রেলিয়া পুলিশ) তাকে (জোকোভিচ) গ্রেফতার করেছে।
এদিকে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য এজ জানিয়েছে, জোকোভিচকে দ্বিতীয়বার আটক করার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মাননীয় অভিবাসন মন্ত্রী তার ভিসা পুনর্বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এর আগে, অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসা জোকোভিচের ভিসা বাতিল এবং তাকে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে আটক রাখার যৌক্তিকতা না পেয়ে জোকোভিচকে ৩০ মিনিটের মধ্যে মুক্তি দেয়ার নির্দেশ দেন বিচারক অ্যান্থনি কেলি।
/এসএইচ
Leave a reply