করোনায় স্থগিত ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’

|

ছবি: সংগৃহীত।

করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ‘শতবর্ষের মিলনমেলা’ সাময়িকভাবে স্থগিত করেছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) সংগঠনটির মহাসচিব রঞ্জন কর্মকার ও সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারির কর্মসূচি ‘শতবর্ষের মিলনমেলা’ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সবাইকে এ ব্যাপারে অবহিত করা হবে।

মিলনমেলার এই অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে সবার কাছে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: করোনার বিস্তার রোধে ১১ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply