ক্রাইস্টচার্চে সেঞ্চুরিয়ান লিটন দাসের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে মুমিনুল বলেন, লিটনের ব্যাট করার সময় উইকেট দেখে মনেই হয়নি যে তা ব্যাট করার জন্য কঠিন ছিল। বরং, উইকেটকে সহজ বানিয়ে দিয়েছেন লিটন।
বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক আরও বলেন, দেশের বাইরে লড়াই করতে পেরে আমি দল নিয়ে গর্বিত। প্রথম টেস্ট নিয়ে আমরা দারুণ খুশি। তবে দ্বিতীয় টেস্টে আমাদের পারফরমেন্স হতাশাজনক। প্রথম টেস্ট জয়ের পর সেই ধারা অব্যাহত রাখা ছিল আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। বিদেশের মাটিতে পারফরমেন্স অনেকটাই নির্ভর করে মানসিকতার উপর।
এই সিরিজ থেকে বেশকিছু ইতিবাচক দিক নিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। বললেন, আমাদের জন্য বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। এবাদত দারুণ বল করেছে, লিটনের ব্যাটিংও ছিল চমৎকার। লিটন যখন ব্যাট করেছে, তখন মোটেও উইকেটকে ব্যাট করার জন্য কঠিন মনে হয়নি।
আরও পড়ুন: ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি, ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
Leave a reply