করোনায় আক্রান্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। তাকে ভারতের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে। ওনার জন্য প্রার্থনা করবেন।
১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। শিশু অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন লতা। এরপর থেকেই তার সুরেলা কণ্ঠের জাদুতে মোহিত হয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম। ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার নিরিখে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল তার। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করার অনন্য নজির গড়েছেন লতা মঙ্গেশকর। ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply