করোনার বিস্তার রোধে বিধিনিষেধ দেয়া হলেও বন্ধ হচ্ছে না বাণিজ্য মেলা । স্বাস্থ্যবিধি মেনে এই মেলা চলবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. হাফিজুর রহমান মঙ্গলবার (১১ জানুয়ারি) এ কথা জানান।
তিনি বলেন, যেসব বিধিনিষেধ দেয়া হয়েছে, তাতে বাণিজ্য মেলা চলতে সমস্যা নেই। বাণিজ্য মেলা বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বিধিনিষেধের মধ্যেও মার্কেট খোলা থাকছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চালু থাকবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসে সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।
করোনার সংক্রমণ বাড়ায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বিধিনিষেধ আরোপ করছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
Leave a reply