কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

|

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূ সুমাইয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারের ভাষ্যমতে, ২০১৬ সালের ডিসেম্বরে সদর উপজেলার হরলা মেটন গ্রামের সাকিবুল ইসলামের সাথে মিরপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের সুমাইয়া খাতুনের বিয়ে হয়। কিছুদিন পরে সাকিবুল এক লাখ টাকা যৌতুক দাবি করে। সেই টাকা না পেয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। এর জেরে আজ ভোরে সাকিবুল সুমাইয়ার শরীরে আগুন ধরিয়ে দেয়। আগুনে দগ্ধ সুমাইয়ার চিৎকারে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেলে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চিকিৎসকরা বলছেন, শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply