নিজের বেড়ে ওঠা শহরে হত্যার হুমকি দেওয়া হয়েছে ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে। ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এই ঘটনা।
গুঞ্জন আছে, সোমবার (১০ জানুয়ারি) নিজের টুইট বার্তার মাধ্যমে এক শিশুকে অনলাইনে নিগ্রহ করার প্রতিবাদ জানান এমবাপ্পে। সেই ঘটনার জেরেই নিজ শহর বুন্ডিতে হত্যার হুমকি পান তিনি।
এমবাপ্পের ২১তম জন্মদিনে বুন্ডিতে এক ম্যুরাল করা হয়েছিল। যেখানে তার পোষাক স্পন্সর নাইকির তৈরি এক জার্সি পরিবেশন করা হয়। যেখানে এমবাপ্পেকে প্রতিফলিত করে দেখানো হয়, একটি শিশু বালিশ আর ফুটবল নিয়ে শুয়ে আছে। এখন সেই ম্যুরালেই এমবাপ্পেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ডেথনোটে লেখা ছিল ‘এমবাপ্পে ইউ আর ডেড।’
আরও পড়ুন: যে কারণে উমতিতির সাথে চুক্তি নবায়নে খুশি বার্সা সমর্থকরা
বর্তমানে ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে খেলছেন এমবাপ্পে। যদিও অনেকদিন ধরেই গুঞ্জন চলছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন ২০১৮ সালে ফ্রান্সের ফুটবল বিশ্বকাপ জেতানোর অন্যতম এই নায়ক।
জেডআই/
Leave a reply