মাত্র ৩৪ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। নিজের ইস্টাগ্রামে পোস্ট করে মরিস নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও খেলার মাঠ ছাড়ছেন না এই প্রোটিয়া ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের দল টাইটানসের কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন প্রোটিয়া এ অলরাউন্ডার।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে খেলার পর আর জাতীয় দলে খেলা হয়নি এই প্রোটিয়ার। কিন্তু আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সবচেয়ে দামি এ খেলোয়াড়।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৬৯ ম্যাচ খেলেছেন মরিস। ব্যাটিংয়ে তার পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। টেস্টে মাত্র ৪ ম্যাচ খেললেও ওয়ানডেতে তিনি খেলেছেন ৪২টি ম্যাচ। যেখানে ১ হাফ সেঞ্চুরিতে তার রান ৪৬৮। টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলে করেছেন ১৩৩। বল হাতে কিছুটা উজ্জ্বল মরিস। ওয়ানডেতে নিয়েছেন ৪৮ উইকেট। আর টি-টোয়েন্টিতে মরিসের শিকার ৩৪ উইকেট।
আরও পড়ুন: বিসিএল ফাইনালে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা
জেডআই/
Leave a reply