রাব্বির সাথে যে আচরণের কারণে জরিমানা গুণতে হয়েছে জেমিসনকে

|

ছবি: সংগৃহীত।

আইসিসির কোড অফ কন্ডাক্ট ভাঙায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে কিউই পেসার কাইল জেমিসনকে। ফলে দ্বিতীয় টেস্ট শেষে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হল জেমিসনের নামের পাশে।

ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ইয়াসির আলী রাব্বি হয়ে উঠেছিল কিউইদের পথের কাঁটা। শেষ পর্যন্ত কাইল জেমিসনের বলে ৫৫ রানে সাঁজঘরে ফিরেছিলেন রাব্বি। কিন্তু আউট করার পর রাব্বির উদ্দেশ্যে অশোভন ভাষা ব্যবহার করেছিলেন জেমিসন। যা চোখ এড়ায়নি ম্যাচ আম্পায়ারদের। ফলে সিরিজ শেষে জেমিসনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইসিসির এলিট প্যানেলের কাছে শাস্তির প্রস্তাব দেন আম্পায়াররা।

এ নিয়ে গত ২৪ মাসে তৃতীয়বার আচরণবিধি লঙ্ঘন করলেন জেমিসন। এর আগে, গত বছরের ২৩ মার্চ ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও অশোভন আচরণ করেন জেমিসন। আর ২০২০ সালের ২৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে একটি টেস্টে খারাপ আচরণের জন্য অভিযুক্ত হন জেমিসন।

আরও পড়ুন: জাহানারার দল থেকে বাদ পড়া নিয়ে রহস্য বাড়ছে

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply