কাজাখস্তানে চলমান সহিংস বিক্ষোভের মুখে সরকার পতনের মাত্র এক সপ্তাহের মাথায় নতুন প্রধানমন্ত্রী মনোনয়ন দেয়া হয়েছে। এ ঘোষণার পর কাজাখস্তান থেকে সেনা ফিরিয়ে নেবে রাশিয়া- এমনটিই জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভ। খবর আলজাজিরার।
মঙ্গলবার (১১ জানুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক সরকারের উপ-প্রধানমন্ত্রী আলীখান এসমাইলভ (৪৯) কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভ। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরপরই প্রেসিডেন্ট তোকায়েভ জানান, রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটের সেনারা তাদের মূল উদ্দেশ্য পূরণের পর ২ দিন সময়ের মধ্যে কাজাখস্তান ত্যাগ করবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে তাদের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রসঙ্গত, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তানে প্রায় এক সপ্তাহ ধরে তীব্র বিক্ষোভ চলছে। এছাড়া নিরাপত্তাকর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ঘটেছে ব্যাপক হতাহতের ঘটনাও। এর মধ্যেই সম্প্রতি সরকার ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট। কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতা চলমান সময়েই আটক করা হয়েছে অন্তত ১০ হাজার বিক্ষোভকারীকে।
উল্লেখ্য, কাজাখস্তানে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট তোকায়েভের অনুরোধে দুই হাজারের বেশি সেনা পাঠায় রাশিয়া। যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় বিশ্বজুড়ে।
/এসএইচ
Leave a reply