ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুধবার (১২ জানুয়ারি) আয়োজিত কাওয়ালি অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হামলায় পণ্ড হয়ে গেছে। এই ঘটনার প্রতক্ষ্যদর্শী ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী কাজী রাকিব হোসেন যমুনা নিউজকে জানিয়েছেন, অনুষ্ঠানটিতে হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
টিএসসি’তে কাওয়ালি শিরোনামের অনুষ্ঠানটির আয়োজকদের একজন মীর হুযাইফা আল-মামদূহ। তিনি জানিয়েছেন, ছাত্রলীগ করোনার কারণে এই অনুষ্ঠান না করতে বলেছিল। কিন্তু করোনার বিধিনিষেধ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ায় এ অনুষ্ঠানটি করার পক্ষে ছিলেন আয়োজকেরা।
জানা গেছে, এই অনুষ্ঠানের শুরুতে সাউন্ডের সমস্যা হয়েছিল। পরে আয়োজকেরা তা সমাধানের চেষ্টা করে। এরমধ্যে ছোট-ছোট গজল হচ্ছিল। তখন হামলা চালানো হয় এই অনুষ্ঠানে। ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
এ ঘটনার পর কাওয়ালি শুনতে উপস্থিত হওয়া সকলেই সেখান থেকে সরে পড়েন।
Leave a reply