ইন্টারনেটের গতি কম, ক্ষোভে ক্যাফেতে আগুন দিয়ে ৭ বছরের জেল যুবকের

|

ছবি: সংগৃহীত।

২০২১ সালের জুনে চীনের গুয়াংজি প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি ইন্টারনেট ক্যাফেতে এক ব্যক্তি ইন্টারনেটের কাঙ্ক্ষিত গতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে ক্ষোভে আগুন লাগিয়ে দেন ক্যাফেতে। পরে তার নামে অগ্নিসংযোগের মামলা হয়। সোমবার (১০ জানুয়ারি) ওই ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুয়াংজির একটি আদালত বিবৃতি দিয়ে বলেছেন, অপটিক্যাল ফাইবারের একটি বক্সে আগুন দেয়ায় ল্যাম নামের ওই ব্যক্তিকে এই দণ্ড দেয়া হয়েছে। আদালত বলেছেন, লোকটি একটি লাইটার ব্যবহার করে তার গায়ে থাকা ন্যাপকিনে আগুন ধরানোর পর তা দিয়ে ট্রাফিক মোড়ের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: সৌদি আরবে প্রকাশ্যে সাম্বা নাচ, সমালোচনার ঝড়

ওই আগুন একটি সরকারি হাসপাতালসহ প্রায় ৪০০ বাড়ি ও অফিসে ছড়িয়ে পড়ে। এতে ২৮-৫০ ঘণ্টা পর্যন্ত ওই এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। গুয়াংজির ছোট পাহাড়ি শহর চেনজির আদালত আরও বলেন, ওই ঘটনার পর জননিরাপত্তা কর্মকর্তারা ল্যানকে আটক ও তার কাছ থেকে লাইটার জব্দ করেন।

আরও পড়ুন: প্রেমিককে খুন করে গোপনাঙ্গ কেটে খেলো নরখাদক!

স্থানীয় একটি আদালত অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি সম্পত্তি ধ্বংসের অপরাধে ল্যামকে সাত বছরের কারাদণ্ড দিলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply