আজ থেকে রাত আটটার পর বন্ধ থাকবে দোকানপাট

|

ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের বিধিনিষেধ অনুযায়ী আজ থেকে প্রতিদিন রাত আটটার পর থেকে বন্ধ থাকবে সব দোকানপাট।

গতকাল বুধবার (১২ জানুয়ারি) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া করোনা সংক্রমণ মোকাবেলায় শনিবার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে সড়কে গণপরিবহন চলাচল করবে। মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে, এমনকি জেল পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ৪ জানুয়ারি এক সরকারি তথ্য বিবরণীতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনাগুলো জানানো হয়। যাবতীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান ও জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে এ নির্দেশনায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply