মসজিদের নাম বদলানো নিয়ে বিরোধের জেরে খুন, এলাকাজুড়ে তাণ্ডব

|

হবিগঞ্জে মসজিদের নাম পরিবর্তন নিয়ে শুরু হয় বিরোধ। এর জেরে ঘটে হত্যাকাণ্ড। তারই ধারাবাহিকতায় বুধবার (১২ জানুয়ারি) ভোরে ভাঙচুর করা হয় অন্তত ১৫টি বাড়িঘর। এ ঘটনায় সংঘাতে জড়ানো দুই পক্ষ পরস্পরের ওপর দায় চাপাচ্ছে। অবশ্য পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

হবিগঞ্জের পূর্ব ফান্ডাইল এলাকা মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে চালানো হয়েছে নির্বিচার তাণ্ডব। পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। ঘটনার সূত্রপাত মসজিদের নাম পরিবর্তন নিয়ে। এ নিয়ে সাইফুল ইসলাম এবং তাউস মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এর জেরে সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। নিহত হয় সাইফুলের পক্ষের একজন। তারপরই শুরু হয় গ্রামজুড়ে তাণ্ডব।

এদিকে সংঘর্ষে নিহত আফজালের বাড়িতে থামছে না শোকের মাতম। স্বজনদের দাবি জড়িতদের শাস্তি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানালেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।

তবে হত্যাকাণ্ড আর বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর পুরুষশূন্য এলাকা। সন্তান নিয়ে উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছেন নারীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply