গাজীপুরে সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

|

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ীতে একটি অরক্ষিতভাবে রাখা সেফটিক ট্যাংকে পড়ে আবদুল্লাহ রহমান ফরহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল দশটার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ীর পুকুর পাড় এলাকায় রুবেলের সেফটিক ট্যাংকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশু আব্দুল্লাহ রহমান ফরহাদ টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। ওই শিশু দেওয়ালিয়াবাড়ী এলাকায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওখানে বৃষ্টির পানি ও ময়লা জমে যায়। সেফটিক টাংকির মুখ খোলা থাকায় সকালে খেলা করতে গিয়ে ফরহাদ সেখানে পড়ে যায়। পরে স্থানীরা উদ্ধার করে তাহেরুন্নেসা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply