ভেনেজুয়েলার এক জ্বালানি পাইপলাইনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার (১২ জানুয়ারি) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত্ব তেল পরিশোধনাগার কোম্পানি পিডিভিএসএ। গ্যাসোলিন পাইপলাইনে এই বিস্ফোরণকে নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছে রাষ্ট্রায়ত্ত্ব তেল পরিশোধনাগার কোম্পানি।
তবে পিডিভিএসএ এখনও নাশকতারিকে শনাক্ত করতে পারেনি। সেই সাথে নিশ্চিত করা হয়নি কোনো হতাহতের কথাও। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। পাইপ মেরামতেও কাজ করছে একদল কর্মী।
ভেনেজুয়েলার পূর্বাঞ্চলীয় সবগুলো প্রদেশে এই গ্যাসোলিন লাইনটির মাধ্যমেই সরবরাহ হয় জ্বালানি। তাই এ দুর্ঘটনার পর দেখা দিয়েছে জ্বালানি সংকট। তবে দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি, ভোগ্যপণ্যের দাম ৪০ বছরে সর্বোচ্চ
Leave a reply