নাসিক নির্বাচনে নৌকার পক্ষে ছাত্রলীগের পথ সভা

|

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নগরীর চাষাঢ়াতে পথ সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য।

সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শেখ হাসিনা ডাক্তার আইভীকে মনোনয়ন দিয়েছেন। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে সকল প্রকার ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করা। তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারি নৌকার বিজয় নিয়ে ছাত্রলীগে ঘরে ফিরবে।

এদিকে, সিদ্ধিরগঞ্জের চার নম্বর তিন নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজী। এসময় তিনি লিফলেট বিতরণ করে ঘরে ঘরে গিয়ে ভোট চান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply