কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত হিলিয়াম গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বিরুলি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিরুলি গ্রামে মেলা উপলক্ষে বেলুন ফোলাচ্ছিলেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। হঠাৎ বিকট শব্দে সেখানে থাকা হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে আনোয়ারসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ৯ শিশুসহ ১৭ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকিরা চিকিৎসা নিচ্ছেন অন্যান্য স্থানীয় হাসপাতালে।
/এসএইচ
Leave a reply