করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের দর্শক কমানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
প্রতিদিনই মেলবোর্নে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দর্শক সংখ্যা ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) মেলবোর্ন পার্কে শুরু হতে যাচ্ছে বছরের প্রথম এই গ্র্যান্ডস্লাম। মেগা এই টুর্নামেন্টে বাধ্যতামূলক করা হয়েছে দর্শকদের মাস্ক পরিধান। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্বের বিষয়টি।
আরও পড়ুন: জোকোভিচের ভিসা জটিলতায় পেছালো অস্ট্রেলিয়ান ওপেনের ড্র
এদিকে স্বাস্থ্যগত বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় না দেয়ার কথা জানিয়েছেন ভিক্টোরিয়ান প্রাদেশিক পর্যটনমন্ত্রী জালা পুলফোর্ড।
আরও পড়ুন: জোকোভিচের ভিসা আবারও বাতিল
Leave a reply