রাখাইন সংকট নিয়ে আবারও মিয়ানমারের পক্ষে অবস্থান স্পষ্ট করলো চীন। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও মিয়ানমারের পক্ষে দাঁড়ানোর আহবান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবসময়ই সচেষ্ট নেইপিদো। সেখানে শান্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তাই আন্তর্জাতিক মহলের উচিত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে সমর্থন দেয়া। আমরাও চাই সেখানে শান্তি ফিরে আসুক। সহিংসতা বন্ধে মিয়ানমারের পাশে থাকবে চীন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply