ময়মনসিংহের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

|

ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকামুখী বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) ভোর থেকেই অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাজীপুরে মহাসড়ক দ্রুত সংস্কারের আশ্বাসের পর অর্নিদিষ্টকালের এই কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছে উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা থেকে টঙ্গী পর্যন্ত সড়ক দ্রুত মেরামতের দাবিতে রোববার ভোর থেকে শুরু হয় ধর্মঘট।

পরিবহন শ্রমিকরা জানিয়েছিলের, এই সমস্যা সমাধানে ১৫ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছিল। তারপরও দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়ায় বাস চলাচল বন্ধ রেখেছিলেন তারা। সকালে গণপরিবহন না চলায় বিপাকে পড়েন যাত্রীরা। তবে এখন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply