দেশের কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বর্তমান সরকারের লক্ষ্য দেশের একটা মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ জানুয়ারি) সকালে রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এসময় কোথাও ভূমিহীন কেউ আছে কিনা, তা খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে জমি কিনে ঘর করে দেয়া হবে। আওয়ামী লীগের সময়েই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরাঞ্চল। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। উত্তরাঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতিও হয়েছে এ সরকারের সময়।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে সরকারের ইচ্ছার ওপর। যা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply