একদিনে শনাক্তের সংখ্যা ছাড়ালো ৫ হাজার, হার ১৭.৮২ শতাংশ

|

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন, মারা গেছেন ৮ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ১৪৪ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩০৫টি।

রোববার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। গতকাল শনিবার করোনা শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৪৭ জনের। আর মারা গিয়েছিল ৭ জন। ওইদিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ।

একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।

প্রসঙ্গত, দেশে সর্বশেষ করোনা শনাক্তের হার ১০ এর নিচে নেমে এসেছিল গত বছরের সেপ্টম্বরে। এছাড়া দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply