টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থী বিজয়ী

|

খান আহমেদ শুভ। ফাইল ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির জহিরুল হক জহির (লাঙ্গল) পান ১৬ হাজার ৭৭৩ ভোট।

আজ রোববার (১৬ জানুয়ারি) রাতে এ উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি) পান ১ হাজার ৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) ৪৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি) পান ২ হাজার ৪৩৬ ভোট।

এ আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৬.৬৩ ভাগ ভোট কাস্ট হয়। এর ফলে ১ লাখ ২৪ হাজার ৭৫১ ভোট পড়ে। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পায়। নির্বাচনে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

তবে জাতীয় পার্টির জহিরুল হক জহির (লাঙ্গল) নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। অপরদিকে ভোটগ্রহণের পরে বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি) প্রার্থী অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।

নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ৮১০ জন পুলিশ সদস্য, ১০টি র‍্যাবের মোবাইল টিম এবং প্রায় সাড়ে ১৮শ আনসার সদস্যসহ পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply