ক্লাবের ধারাবাহিক খারাপ পারফরমেন্সের জন্য কোচ রাফায়েল বেনিতেজকে সরিয়ে দিয়েছে এভারটন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। বেনিতেজের জায়গায় কে স্থলাভিষিক্ত হচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি এভারটন।
ক্লাবের পক্ষ থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে এই তথ্য জানায় এভারটন, যাতে করে স্পষ্ট হয় যে বেনিতেজের জন্য খুব সুখকর কোনো অভিজ্ঞতা নেই ক্লাবটির। বিবৃতিতে বলা হয়, এভারটন ফুটবল ক্লাব নিশ্চিত করছে যে, হেড কোচ হিসেবে রাফায়েল বেনিতেজ আর থাকছেন না।
আরও পড়ুন: ১২তম স্প্যানিশ কাপ জিতলো রিয়াল
৬ মাস আগে ক্লাবের দায়িত্ব গ্রহণ করেন রাফায়েল বেনিতেজ। ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই দলকে বের করে আনতে পারছিলেন না এই কোচ। গত সেপ্টেম্বর থেকে মাত্র একটি ম্যাচ জিতেছে এভারটন। ১৯ ম্যাচে ৫ জয় ও চার ড্র’য়ে ১৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে ক্লাবটি। রেলিগেশন জোন থেকে ৬ পয়েন্ট উপরে আছে এখন এভারটন।
Leave a reply