চীনে জন্মহার হ্রাসের রেকর্ড

|

ছবি: সংগৃহীত

চীনের মূলভূখণ্ডে জন্মহার হ্রাসের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২১ সালে দেশটির মূলভূখণ্ডে জন্মহার হ্রাস পেয়ে প্রতি হাজারে ৭.৫২ জন হয়েছে। ১৯৪৯ সালের পর এটিই দেশটির সর্বনিম্ন জন্মহার। খবর আলজাজিরার।

সোমবার (১৭ জানুয়ারি) সম্প্রতি চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের হালনাগাদ করা সর্বশেষ তথ্যে এমনটি দেখা গেছে। 

বলা হয়েছে, ২০২১ সালে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র ০.০৩৪ শতাংশ; যা ১৯৬০ সালের পর সর্বনিম্ন। তথ্যে আরও বলা হয়েছে, ২০২১ সালে চীনে ১ কোটি ৬ লাখ ২০ হাজার ‍শিশুর জন্ম হয়েছে, আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ । ২০২০ এ প্রতি হাজারে জন্মহার ছিল ৮ দশমিক ৫২।

প্রসঙ্গত, প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করায় অর্থনৈতিক ঝুঁকি এড়াতে ২০১৬ সালে কয়েক দশকের পুরনো এক সন্তান নীতি থেকে সরে দুই সন্তান নীতি গ্রহণ করে চীন। কিন্তু জীবনযাপনের খরচ বৃদ্ধির কারণে একের অধিক সন্তান নিতে এখনও অনাগ্রহী চীনা দম্পতিরা। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply