সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা আবার জড়ো হয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করার সময় সাথে যুক্ত হন আরও অনেক শিক্ষার্থী। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে আবারও উত্তপ্ত হয়ে ওঠে শাবিপ্রবি ক্যাম্পাস।
এদিন সকালে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এরপর থেকেই ’ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই; এক দুই তিন চার, ফরিদ তুই গদি ছাড়; প্রশাসনের স্বৈরাচার, মানি না মানবো না; ভিসির পদত্যাগ, মানতে হবে, মানতে হবে; পতন! পতন! পতন চাই, বোমাবাজের পতন চাই; যেই ভিসি গ্রেনেড ছোড়ে সেই ভিসি চাই না; যেই ভিসি ছাত্র মারে সেই ভিসি চাই না; যেই ভিসি গুলি ছোড়ে সেই ভিসি চাই না; শিক্ষার্থীর ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই; সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও; ক্যাম্পাস কারো বাপের না, হল আমরা ছাড়বো না’ ইত্যাদি স্লোগানে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে উপাচার্যের পদত্যাগ দাবি করে খোলা চিঠি পাঠান। আন্দোলনকারীরা উপস্থিতদের চিঠিটি পাঠ করে শোনান।
আন্দোলনরত শিক্ষার্থীরা শুরু থেকেই বলে আসছেন, তাদের একদফা দাবি, তারা উপাচার্যের পদত্যাগ চান। তারা বলেন, যে ভিসি আমাদের ওপর হামলা চালাতে পারে তাকে আমরা চাই না। এ সময় তারা ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কারও কোনো মতামত পাওয়া যায়নি।
/এডব্লিউ
Leave a reply