পিস্তলসহ ঢাবি ছাত্রলীগ নেতা আটক

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল থেকে পিস্তলসহ আল আমিন নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে হল প্রশাসন। জব্দকৃত পিস্তলসহ তাকে পুলিশ সোপর্দ করা হয়েছে ইতোমধ্যেই।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে হলের ১০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে আল আমিনকে পিস্তলসহ তাকে আটক করা হয়। অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মকবুল হোসেন ভূঁইয়া বলেন, হল প্রশাসন হলের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেতন আছে। গোপন সংবাদের ভিত্তিতেহল প্রশাসন অভিযান চালিয়ে তার রুম থেকে একটি পিস্তল, হকিস্টিক, রডসহ তাকে আটক করে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আটকের পর তাকে প্রক্টরিয়াল টিমের হাতে সোপর্দ করা হয়েছে।  

প্রসঙ্গত, আটককৃত আল আমিন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ২০১৪-১৫ সেশনে ভর্তি হলেও ছাত্রত্ব ধরে রাখতে পারেননি। আসন্ন হল কমিটিতে পদপ্রত্যাশী ছিলেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply