আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। বিবদমান দুইটি পক্ষ হচ্ছে বিজয় ও সিএফসি।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের বিজয় ও সিএফসি দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরকে ইটপাটকেল ছোড়া শুরু করে। এতে আহত হোন ১০ জন। খবর পেয়ে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ইউএইচ/
Leave a reply