বিশ্বজুড়ে আরও ৩০ লাখ করোনা শনাক্ত, মৃত্যু ৮ হাজার

|

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে দু’দিনের ব্যবধানে আবারও ৩০ লাখের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হলো। ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।

দৈনিক সংক্রমণ শনাক্ত এবং প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে মিললো করোনা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬শ’র বেশি।

মহামারিতে প্রথমবারের মতো দিনে ৪ লাখ ৬৫ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে ফ্রান্স। এদিন করোনার প্রকোপে দেশটিতে মারা গেছেন ৩৭৫ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। আরও দু’লাখ ৭৮ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। দেশটিতে মারা গেছেন ৪৪২ জন।

ইতালিতেও এদিন দু’লাখ ২৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। দুই লাতিন দেশ- ব্রাজিল ও আর্জেন্টিনায় শনাক্ত হলো এক লাখ ২০ হাজারের বেশি সংক্রমণ। করোনা মহামারিতে মোট প্রাণহানি ৫৫ লাখ ৭২ হাজারের বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply