প্রক্টরের পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

|

প্রক্টরের পদত্যাগের দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন-মানববন্ধন।

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাই বন্ধসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বারবার ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরকে ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন তারা।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি তোলেন আন্দোলনকারীরা। মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার সম্পূর্ণ দায় প্রক্টরিয়াল টিমের। অথচ শিক্ষার্থীরা তাদের কাছে লিখিতভাবে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে গেলে সম্যসা সমাধানের বিষয়টি উপেক্ষিত থাকছে বরং অভিযোগকারী হেনস্থার শিকার হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply