চট্টগ্রামের নেতৃত্বে মিরাজ, সিলেটে মোসাদ্দেক

|

ছবি: সংগৃহীত

বিপিএলে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়া হয়। আর সিলেট সানরাইজার্সের অধিনায়ক হিসেবে চূড়ান্ত হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম।

অধিনায়ক হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান মিরাজ জানান, নিজের সেরাটা উপহার দিয়ে দলের অর্জনে ভূমিকা রাখতে চান তিনি। তারুণ্য নির্ভর দল নিয়ে ভালো কিছু করার সম্ভাবনা দেখছেন চট্টগ্রাম অধিনায়ক। দলে বোলিং আক্রমণে ধার বাড়াতে কোচ হিসেবে আনা হয়েছে শন টেইটকে। আর ব্যাটে ঝড় তুলতে চট্টগ্রামের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন কেনার লুইস।

আরও পড়ুন: এক টেস্ট জিতেই ভালো দল হয়ে যায়নি বাংলাদেশ, যমুনার মুখোমুখি মুমিনুল

এদিকে সর্বশেষ বিসিএলের ওয়ানডে ফরম্যাটে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় সেন্ট্রাল জোন। আর তাতেই এই ব্যাটিং অলরাউন্ডারের অধিনায়কত্বের ওপর আস্থা রাখছে সিলেট সানরাইজার্স।

আরও পড়ুন: আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে টাইগারদের আধিপত্য


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply