সাভারের একটি গুড়ের কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমানের নেতৃত্বে সাভার নামা বাজার এলাকার গৌতম সাহার রূপা এন্টারপ্রাইজ নামের গুড়ের কারখানায় অভিযান চালানো হয়।
কারখানার ভেতরে ধরা পড়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। এসময় কারখানাটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা সিলগালার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
/এডব্লিউ
Leave a reply